Terms & Privacy

আমাদের ওয়েবসাইট (inmarking.com) ব্যবহার করার মাধ্যমে আপনি সম্মতি প্রদান করছেন যে,
আমাদের সেবা ব্যাবহার করার শর্ত সূমুহ, আইন, বিধিবিধান আপনি মেনে নিয়েছেন।

নিচে উল্লিখিত শর্তাবলী ও বিধিবিধান এর কোন একটির সাথে, আপনি যদি একমত না হন। তাহলে এই ওয়েবসাইট প্রবেশ করা বা ব্যবহার করা নিষেধ।

ব্যবহার অনুমতি :

ওয়েবসাইট এ থাকা তথ্য, মিডিয়া ফাইল, প্রোগ্রাম ব্যক্তিগত ব্যবহার এর জন্য অনুমোদিত । তবে কিছু ক্ষেত্রে নয়। যেমন,
লেখা, ছবি, ভিডিও বা যে কোন উপাদান কপি করা নিষিদ্ধ।
কোন ধরনের পরিবর্তন করা নিষিদ্ধ।
ব্যবসায়ী বা ব্যক্তিগত প্রচার কাজে ব্যবহার নিষিদ্ধ।
কোন ধরনেই উপাদান নিজের ওয়েবসাইট এ বা অন্য কোথাও রেখে প্রচার করা নিষিদ্ধ ।

আমাদের কাছ থেকে ওয়েব হোস্টিং বা অন্য যে কোন কিছু কিনলে আপনি সেটার মালিক হয়ে যাচ্ছেন না । বরং উল্লিখিত পরিমান এবং সময় অনুযায়ী ব্যবহার অনুমতি পাচ্ছেন ।

দায়মুক্তি :

এই ওয়েবসাইট কোন রকম তথ্যের নির্ভরযোগ্যতা , ব্যবসার স্থায়িত্ব ও যোগ্যতার নিশ্চয়তা প্রদান করেনা৷
প্রদত্ত সেবা ও তথ্য সূমুখের সঠিকতা ও এর ফলাফল সম্পর্কে কোন নিশ্চয়তা প্রদান করেনা।

সীমাবদ্ধতা :

কোন প্রকার ক্ষতির (তথ্য ও মুনাফা) জন্য inmarking ও প্রতিষ্ঠান এর সাথে সম্পৃক্ত কেউ দায়বদ্ধ থাকবেনা। এমনকি,
ওয়েবসাইট ব্যবহার এ কোন প্রকার সমস্যার সম্মুখীন হলে inmarking দায়বদ্ধ নয়।

সংযুক্ত ওয়েবসাইট :

এই সাইটে সংযুক্ত website গুলার দায়িত্ব প্রতিষ্ঠান বহন করেনা৷ সাইট গুলাতে যে কোন সময়, যে কোন ধরনের পরিবর্তন আসতে পারে। সংযুক্ত সাইট গুলাতে কোন সমস্যার দায় inmarking গ্রহণ করেনা।

পরিবর্তন :

এই ওয়েবসাইট এর যে কোন ধরনের তথ্য, উপাদান, টেকনিক্যাল বিষয় ও সেবা সম্পর্কে কোন ধরনের পূর্ব নোটিশ ব্যতীত, যে কোন ধরনের পরিবর্তন নিয়ে আসার ক্ষমতা সংরক্ষণ কিরে কর্তৃপক্ষ। ওয়েবসাইট সাইট ব্যবহারকারী, এই পেজ এর সর্বশেষ সংস্করণ এর Terms, privacy শর্তে একমত হয়েছে বলে গ্রহণ করা হবে।

Privacy Policy

আপনার ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। যে কারণে এখানে আমাদের “গোপনীয়তার নীতিমালা” উল্লেখ করা হোল।

  • সেবা প্রদান করতে প্রয়োজনীয় তথ্য ব্যতীত, অন্য কোন প্রকার তথ্য আমরা সংগ্রহ করিনা৷
  • তথ্য সংগ্রহের সময় কি কি এবং কেন সংগ্রহ করা হচ্ছে তা উল্লেখ করা হয়।
  • ব্যক্তিগত তথ্যগুলো শুধুমাত্র উল্লেখ্য সেবা প্রদান, ও এর সাথে সংযুক্ত কার্যাবলী সম্পাদন এর কাজে ব্যবহার করা হয়।
  • আপনার ব্যক্তিগত তথ্যের প্রকাশ, কপি, পরিবর্তন বা যে কোন ধরনের অপব্যবহার রোধে আমরা সুরক্ষা পদ্ধতি ব্যবহার করে থাকি।
  • প্রয়োজন অনুসারে তথ্য সংগ্রহ করা হয়। তবে গ্রাহক অনুরোধক্রমে তথ্য মুছে দেয়ার ক্ষমতা সংরক্ষণ করে।